শতাধিক অসহায় সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে বিকে পাল সড়কের এন.জে স্বপ্ননীড়


বলরাম দাশ অনুপম করোনা মহামারীর কারনে ঘরবন্দী অসহায় শতাধিক সনাতনী সম্প্রদায়ের নর-নারীর মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বিকে পাল সড়কস্থ এন.জে স্বপ্ননীড় বিল্ডিংয়ের উজ্জ্বল পাল, শিমুল পাল ও ঝুন্টু ধরের ব্যক্তিগত পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করেন।

 মূলতঃ উজ্জ্বল পাল ও শিমুল পালের পিতা স্বর্গীয় নেপাল পাল এবং ঝুন্টু ধরের পিতা স্বর্গীয় রামকৃষ্ণ ধরের নামে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় তরুন সমাজকর্মী শিমুল পাল বলেন-মানুষ মানুষের জন্য মূলতঃ এই চিন্তাকে মাথায় রেখে মানবতার কারনেই গরীব সনাতনী সমাজের পাশে দাঁড়ানো। তিনি এভাবে অসহায় গরীবদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।

Post a Comment

0 Comments