বাংলাদেশের আধ্যাত্মিক মহা সাধক স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের মহাপ্রয়াণোত্তর উৎসব ও স্মৃতিচারণ সভা



আজ ২৪ ফেব্রুয়ারি পরমহংস শ্রীমৎ সত্যানন্দ মহারাজ ও ১০৮ স্বামী মঙ্গলদাশ মোহন্ত মহারাজ  যোগসিদ্ধাশ্রমের  আশ্রমাধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের  মহাপ্রয়াণোত্তর উৎসব, চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলা, কেলিশহর ইউনিয়ন যোগসিদ্ধাশ্রম প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয় ,  



উক্ত স্মৃতিচারণ সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কৌশিক দেব, ডীন(চুয়েট) প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উত্তম কুমার শর্মা, ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।



উক্ত স্মৃতিচারণ সভা টি,  অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে শ্রী সজীব দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত স্মৃতিচারণ সভাই আর বিভিন্ন ধর্মের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, শাহাজাদা সৈয়দ রাজীবুল হাসান আল মাইজভান্ডারি, অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরো, ফাদার রবার্ট গনছালভেছ, সিংবীর সিং - প্রমুখ

Post a Comment

0 Comments