বগুড়ায় মা ভবানীর শাঁখা পুকুর জলে ভক্তরা পুর্নস্নান শেষে ফুলজল উৎস্বর্গ করলেন মায়ের চরনে



 
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মাঘী পুর্নিমা উপলক্ষে মা ভবানী মন্দিরে লাক্ষো পুর্নার্থী ভক্তরা শাঁখা পুকুরে স্নান করেই মায়ের চরনে পুস্প,ফুল,ফল,জল উৎস্বর্গ করেন৷পাশাপাশি পুর্নার্থী ভক্তরা মন্দির প্রাঙ্গনে মোমবাতি,ধুপকাটি জ্বালিয়ে নিজ সংসারের তথা বিশ্বের সবার মঙ্গল কামনা করেন৷২৭ই ফেব্রয়ারী শনিবার এ উপলক্ষে মায়ের মন্দির ঘিরে লাক্ষো ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বিশাল মেলা ৷ এ মেলাকে ঘিরে বসে নানান পন্যের দোকান চলেও অবিরাম বেচাঁকেনা ৷

এ সময়ে হিন্দু সধবা নারীরা স্নান শেষে মায়ের চরনে ফুল,ফল,জল নিবেদন করেই গিয়ে বসেন শাঁখারীর কাছে কিনেন শাঁখা পড়েন দু হাতে ৷ দিনাজপুর থেকে আগত শ্রী উমা চরন রায় বলেন,আমি মনের টানে চেষ্টা করি প্রতিবছর এই শাঁখা পুকুরে স্নান শেষে মায়ের চরনে ফুল নিবেদন করে আর্শিবাদ নেওয়ার জন্য ৷ সিরাজগঞ্জ থেকে আগত নারী ভক্ত প্রমিলা রানী সরকার বলেন, ঐতিয্যবাহী শাঁখা পুকুরে স্নান শেষে মায়ের চরনে ফুল,জল নিবেদন করে সংসারের মঙ্গল কামনা করেছি ৷সোনাতলা থেকে আগত নারী ভক্ত অঞ্জু রানী বলেন,শাঁখা পুকুরে স্নান করেছি সংসারের মঙ্গল কমনা করে আর্শিবাদ চেয়েছি মায়ের কাছে ৷




মন্দিরের পুরহিত গোবিন্দ চক্রবর্তি ও রবিন্দ্রনাথ ভাদুরী বলেন,বছরের এই মাঘী পুর্নিমায় লাক্ষো ভক্ত উপস্থিত হয়ে মায়ের চরনে ফুলজল সংসারের মঙ্গল কামনা করেন ৷ ওই মন্দিরের তত্বাবধায় অপুর্ব কুমার চক্রবর্তী বলেন,প্রতিবছর মাঘী পুর্নিমা উপলক্ষে দেশের দুর দুরান্ত থেকে লক্ষাধীক ভক্ত মায়ের মন্দিরে উপস্থিত হয়ে নিজেদের এবং সবার মঙ্গল কমনা করে থাকেন৷ আয়োজক কমিটির অন্যতম সদস্য দিলিপ দেব বলেন,আমরা কমিটির পক্ষ হতে ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা সহ সেচ্ছাসেবক টিম দ্বারা সার্ব্বখনিক সবকিছু পর্যবেক্ষন করছি ৷

শেরপুর থানার ওসি র সাথে যোগাযোগ করলে তিনি জানান,মেলা ও স্নান উৎসব যাতে সুষ্ঠ সুন্দরভাবে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ উৎযাপন করতে পারে সে লক্ষে এই অনুষ্ঠান ঘিরে ব্যপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷এ সময় উপস্থিত ছিলেন,অমৃতলাল সাহা,ত্র্যাডভোকেট নরেশ মুখার্জি,স্বপন চক্রবর্তি,প্রদ্ধুত কুমার চাকি,দিপক রায় দিপু,নিমাই ঘোষ,হাবলু দত্ত,কল্যান পোদ্দার,উৎপলেন্দু দেব,চন্দন চক্রবর্তি ,মনোরঞ্জন সরকার কুরান প্রমুখ

Post a Comment

0 Comments