চিলমারীতে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর; পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার


কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে কালী মন্দিরের কালিসহ ২টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
জানা গেছে, বুধবার রাতে উপজেলার মুদাফৎথানা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন,যারা এই ঘটনাটি ঘটিয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, যারা এঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।যে কোন অপরাধ নির্মুলে কঠোর অবস্থানে জেলা পুলিশ।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শ্রী কর্ন বাবু বলেন, মন্দিরের তালা ভেঙ্গে কে বা কারা রাতের অন্ধকারে মূর্তিগুলোর ক্ষতি করেছে। “পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ পরবর্তীতে এ রকম ঘটনা যেন আর না ঘটে। 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন জানান, ভোরে“এই মন্দিরের দরজা ভেঙ্গে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর হাত, বুক, মাথা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

Post a Comment

0 Comments