লাখাই উপজেলার স্বজনগ্রামে অবস্থিত গীতা শিক্ষা স্কুলে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশ দেব, লাখাই (হবিগঞ্জ) উপজেলার স্বজনগ্রামে  অবস্থিত গীতা শিক্ষা স্কুলে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গীতা শিক্ষার প্রসার  ও শুদ্ধভাবে গীতাপাঠের লক্ষ্যে আজ সোমবার (২০ ডিসেম্বর) স্বজনগ্রাম হরিসংঘ মন্দির প্রাঙ্গণ ১২০ জন প্রতিযোগী নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  নয়টি গ্রুপের মোট ২৭ জন বিজয়ীকে পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও ফ্রেমে বাঁধা ধর্মীয় ছবি প্রদান করা হয়।  

হরিসংঘ মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকারের সভাপতিত্বে এবং গীতা শিক্ষা স্কুলের শিক্ষক বিষ্ণু চন্দ্র দাস ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত  হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হবিগঞ্জ জেলা শাখার  সহকারি পরিচালক জগদীশ চন্দ্র রায়,  নাসিরনগর উপজেলা ইসকনের  সভাপতি গৌরচরণ দাস ব্রহ্মচারী, লাখাই  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত   কর্মকর্তা আশীষ কুমার সরকার,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লাখাই উপজেলা শাখার  সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য,  জেলা ব্রাহ্মণ পরিষদের সাধারণ সম্পাদক কালিপদ আচার্য,  মোড়াকরি গোপাল জিও মন্দিরের সেবায়েত সৎস্বরূপ দাস,  রুপ কৃষ্ণ দাস, হরিসংঘ মন্দিরের সহ সভাপতি সুশীল চন্দ্র দাস, রুবেল দাস প্রমুখ।

Post a Comment

0 Comments