
গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর ঠিক আগে তাঁরই জন্মস্থানে এমন ঘটনায় পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মেয়েটির নিকাহ (মুসলিম বিয়ে)-এর বিয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এহসানের পাশে বসে কালো ওড়নার আড়ালে ভয়ে সিঁটিয়ে রয়েছে ওই নাবালিকা। ভিডিয়োয় মেয়েটিকে অবশ্য ১৯ বছরের বলে দাবি করা হয়েছে। বলা হয়েছে, সে বাবা-মায়ের থেকে কোনও টাকা বা গয়না নিয়ে আসেনি। পুলিশকে মেয়েটির দাদা মনমোহন সিং জানিয়েছেন, তাঁর বোনের বয়স ১৬-১৭। ২৮ অগস্ট এহসাম ও আরও ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নানকানা সাহিব পুলিশ। তবে সেই অভিযোগে পুলিশ বা ইভাকিউ ট্রাস্ট প্রপার্টি বোর্ড কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছে কিশোরীর আর এক দাদা সাওইন্দর সিং।
0 Comments