রাউজান উত্তর গুজরা জাগৃতি সংঘের সঙ্গীতাঞ্জলি


যীশু সেন, স্টাফ রিপোর্টার ঃ গত ৮ অক্টোবর মঙ্গলবার রাউজান উত্তর গুজরাস্থ জাগৃতি সংঘের উদ্যোগে সেনবাড়ী রাধামাধব স্মৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া সম্মেলন ও মনোজ্ঞ সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর গুজরা সেনবাড়ী জাগৃতি সংঘের সভাপতি দীপক সেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সেন। সুজিত সেন (চুঙ্কুলু) সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মিলন সেন, সুকুমার সেন, বিকাশ সেন, অরুন সেন, মানিক সেন, রাস বিহারী সেন, পঙ্কজ সেন, দোলন সেন, কৈলাশ বিহারী সেন, লিটন সেন, প্রকৌ. সুমন সেন, যীশু সেন প্রমুখ। বক্তারা বলেন, বিজয়া অর্থ মনুষ্যত্ব অর্জন। শান্তি, সোম্য, সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতা সকল ধর্মের মূল বিষয়। সংকীর্ণতা, স্বার্থপরতা, অসাধুতা ও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে সকল শুভশক্তির মিলন হোক বিজয়া সম্মেলনের মূলমন্ত্র। আলোচনা সভা শেষে রাউজান সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের সঞ্চালনায় শুরু হয় গীতি আলেখ্য ‘প্রতিমার মাঝে প্রতি-মা বিরাজে’ সঙ্গীতাঞ্জলি। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন সেনের কন্ঠে ‘হে আমার গুরু দক্ষিণা’, ‘মাটির প্রতিমা পূঁজিসরে তোরা মাকে তোরা পূজিস নে’। ঋত্বিক পালিতের কন্ঠে ‘বোলো দুর্গা মাইকী, জয় জয় দুর্গা মা’, ‘দুর্গা মা দুর্গা মা’। ঢাকা থেকে আগত শিল্পী আল্পনা সেন চৈতির কন্ঠে ‘মধু কই কই আরে বিষয় খাওয়াইলা’, ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’ সহ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে সুরেলা কন্ঠের মনভরে উপভোগ করে দর্শকরা। পূজা সেনের কন্ঠে ‘অশ্রু দিয়ে লেখা নাম’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’। অনুপ সেনের কন্ঠে ‘তুমি যে আমার কবিতা’। শিল্পী সনাতন দাশের কন্ঠে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘চাতক বাঁচে কেমনে, মেঘের বরিষণ বিনে’, ‘তোর লাইগা বেহায়া মনটা’, ‘বকুল ফুল, বকুল ফুল’, ‘জানিতে চাই দয়াল তোমায়’, ‘রূপ সাগরে ঝলক মারিয়া’, ‘ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম’ সহ বেশকিছু লোকগীতি দিয়ে তাক লাগিয়ে দেন এবং সনাতনের গানের সুর ও মায়াবী মিষ্টি মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। শিল্পী নিশা চক্রবর্তীর কন্ঠে ‘শিশিরে শিশিরে শারদ আকাশে’, ‘কিনে দে রেশমি চুড়ি’, ‘তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবোনা’, ‘আমার ঘুম রাউজান উত্তর গুজরা জাগৃতি সংঘের সঙ্গীতাঞ্জলি যীশু সেন, রাউজান ঃ গত ৮ অক্টোবর মঙ্গলবার রাউজান উত্তর গুজরাস্থ জাগৃতি সংঘের উদ্যোগে সেনবাড়ী রাধামাধব স্মৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া সম্মেলন ও মনোজ্ঞ সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর গুজরা সেনবাড়ী জাগৃতি সংঘের সভাপতি দীপক সেন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সেন। সুজিত সেন (চুঙ্কুলু) সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মিলন সেন, সুকুমার সেন, বিকাশ সেন, অরুন সেন, মানিক সেন, রাস বিহারী সেন, পঙ্কজ সেন, দোলন সেন, কৈলাশ বিহারী সেন, লিটন সেন, প্রকৌ. সুমন সেন, যীশু সেন প্রমুখ। বক্তারা বলেন, বিজয়া অর্থ মনুষ্যত্ব অর্জন। শান্তি, সোম্য, সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতা সকল ধর্মের মূল বিষয়। সংকীর্ণতা, স্বার্থপরতা, অসাধুতা ও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে সকল শুভশক্তির মিলন হোক বিজয়া সম্মেলনের মূলমন্ত্র। আলোচনা সভা শেষে রাউজান সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের সঞ্চালনায় শুরু হয় গীতি আলেখ্য ‘প্রতিমার মাঝে প্রতি-মা বিরাজে’ সঙ্গীতাঞ্জলি। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন সেনের কন্ঠে ‘হে আমার গুরু দক্ষিণা’, ‘মাটির প্রতিমা পূঁজিসরে তোরা মাকে তোরা পূজিস নে’। ঋত্বিক পালিতের কন্ঠে ‘বোলো দুর্গা মাইকী, জয় জয় দুর্গা মা’, ‘দুর্গা মা দুর্গা মা’। ঢাকা থেকে আগত শিল্পী আল্পনা সেন চৈতির কন্ঠে ‘মধু কই কই আরে বিষয় খাওয়াইলা’, ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’ সহ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে সুরেলা কন্ঠের মনভরে উপভোগ করে দর্শকরা। পূজা সেনের কন্ঠে ‘অশ্রু দিয়ে লেখা নাম’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’। অনুপ সেনের কন্ঠে ‘তুমি যে আমার কবিতা’। শিল্পী সনাতন দাশের কন্ঠে ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘চাতক বাঁচে কেমনে, মেঘের বরিষণ বিনে’, ‘তোর লাইগা বেহায়া মনটা’, ‘বকুল ফুল, বকুল ফুল’, ‘জানিতে চাই দয়াল তোমায়’, ‘রূপ সাগরে ঝলক মারিয়া’, ‘ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম’ সহ বেশকিছু লোকগীতি দিয়ে তাক লাগিয়ে দেন এবং সনাতনের গানের সুর ও মায়াবী মিষ্টি মিষ্টি হাসি দিয়ে মুগ্ধ করলেন দর্শকদের। শিল্পী নিশা চক্রবর্তীর কন্ঠে ‘শিশিরে শিশিরে শারদ আকাশে’, ‘কিনে দে রেশমি চুড়ি’, ‘তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবোনা’, ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ সহ বেশ কিছু আধুনিক গান পরিবেশন করে রাত ২টা পর্যন্ত দর্শকদের সুরের মায়াজালে মাতিয়ে রাখেন নিশা। শিল্পী মোঃ শামীমের কন্ঠে সুবীর নন্দীর গাওয়া গানটি ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। নৃত্য পরিবেশন করেন প্রান্তি সেন, অনি সেন, জ্যোতি সেন, অংকিতা সেন ও তূর্ণা সেন। আরও সঙ্গীত পরিবেশন করেন- সুমি সেন, টুম্পা চৌধুরী, সুজিত সেন, অদ্রিতা সেন, তুর্কি দে, অদ্রি সেন, পার্থ সেন, পায়েল সেন, তনুশ্রী দে ও শ্রেষ্ঠা দে। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন কীবোর্ডে- রুবেল, প্যাডে- অভিষেক, তবলায়- ছোটন ও গীটারে- রানা। গেল রে মরার কোকিলে’ সহ বেশ কিছু আধুনিক গান পরিবেশন করে রাত ২টা পর্যন্ত দর্শকদের সুরের মায়াজালে মাতিয়ে রাখেন নিশা। শিল্পী মোঃ শামীমের কন্ঠে সুবীর নন্দীর গাওয়া গানটি ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। নৃত্য পরিবেশন করেন প্রান্তি সেন, অনি সেন, জ্যোতি সেন, অংকিতা সেন ও তূর্ণা সেন। আরও সঙ্গীত পরিবেশন করেন- সুমি সেন, টুম্পা চৌধুরী, সুজিত সেন, অদ্রিতা সেন, তুর্কি দে, অদ্রি সেন, পার্থ সেন, পায়েল সেন, তনুশ্রী দে ও শ্রেষ্ঠা দে। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন কীবোর্ডে- রুবেল, প্যাডে- অভিষেক, তবলায়- ছোটন ও গীটারে- রানা।

Post a Comment

0 Comments