
দুর্গাপুজোয় অষ্টমীর সকালে শাঁখা সিঁদুর পরে স্বামী নিখিল জৈনের সঙ্গে পৌঁছে যান কলকারার সুরুচি সঙ্ঘের মণ্ডপে নুসরাত। অঞ্জলিও দেন। ফের নতুন করে তার বিরুদ্ধে ফতোয়া জারি করেন ক'ট্ট'রপন্থীরা। তাদের অভিযোগ নুসরাত ইসলাম ধর্মের অবমাননা করছেন। এমনকী, তারা নুসরাতের নাম বদলেরও দাবি করেন।
এই মন্তব্যে গুরুত্ব না দিয়ে তৃণমূল সাংসদ বিজয়া দশমীতে ফের সিঁদুর খেলেন তিনি। বৃহস্পতিবার করবা চৌথেও স্বামী নিখিল জৈনের জন্য ব্রত রাখেন নুসরাত। করবা চৌথের বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। কোথাও দেখা যাচ্ছে নুসরাতকে জল খাইয়ে দিচ্ছেন নিখিল। কোথাও আবার নিখিলকে খাইয়ে দিচ্ছেন নুসরাত।
নুসরাতের করবা চৌথ পালন নতুন করে বিতর্ক তৈরি করবে কি না তা নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও এসবের তোয়াক্কা করছেন না নুসরাত। নুসরাত নিজেই এক সংবাদমাধ্যমের কাছে কিছুদিন আগে বলেন, আমি ঈশ্বরের সন্তান। ভালোবাসা ও মানবিকতার থেকে আমার কাছে অন্য কিছু বড় না।
0 Comments