মিরেরখীল সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে কুজাগরী লক্ষী পূজা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান মালার মধ্যে দিয়ে অনুষ্টিত।

Image result for লক্ষী পূজা

সৌরভী কান্তা নাথ
(হাট-হাজারী প্রতিনিধি)চট্টগ্রাম জেলার হাটহজারী থানাধীন ঐতিহ্যবাহী সংগঠন মিরেরখীল সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে কুজাগরী লক্ষী পূজা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান মালার মধ্যে দিয়ে অনুষ্টিত হয়।মাঙ্গলিক অনুষ্টান মালার মধ্যে ছিল শ্রীশ্রী লক্ষী পূজা, সন্ধ্যায় মায়ের বন্ধনা পূজা ও আরতি , অত্র পরিষদের সদস্য এবং মিরেরখীল গীতা শিক্ষা নিকেতন এর শিক্ষার্থীদের পবেশনায় লক্ষী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী পলাশ নাথের ও যুগ্ম আহ্বায়ক শ্রী জুয়েল নাথের সঞ্বালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।শ্রীশ্রী লক্ষী পূজায় পৌরহিত্য করেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ ও শ্রী বসন্ত কুমার নাথ।

Post a Comment

0 Comments