জনকল্যাণ সমাজ’র শ্রীশ্রী দামোদর প্রদীপ প্রজ্জলন উৎসব আগামী ২৫ অক্টোবর।



ক্লিন্টন নাথ(ফটিকছড়ি প্রতিনিধি)চট্টগ্রাম জেলার ফটিকছড়ি পৌরসভাধীন ৩নং ওর্য়াড রাঙ্গামাটিয়া নাথ পাড়া জনকল্যাণ সমাজ’র উদ্যোগে শ্রীশ্রী দামোদর প্রদীপ প্রজ্জলন উৎসব আগামী ২৫ অক্টোবর শুক্রবার ।শ্রীশ্রী দামোদর প্রদীপ প্রজ্জলন উৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্ঘনে অনুষ্ঠিত হবে।উক্ত শ্রীশ্রী দামোদর প্রদীপ প্রজ্জলন উৎসবে পৌরহিত্য করবেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী নারায়ন দাস গোস্বামী।উক্ত সকল ভক্তবৃন্দকে জনকল্যাণ সমাজ’র পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন।

Post a Comment

0 Comments