চট্টগ্রামে হিন্দু ব্যবসায়ী উজ্জ্বল কুমার দেওয়ানজী হতে দশ লাখ টাকা চাঁদা দাবি অন্যতায় হত্যার হুমকি।



JHP চট্টগ্রাম জেলার উপদেষ্টা Uzzal Kumar Dewanjee কে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে।
উজ্জলদার টাইমলাইন হতে।



আমি অন্যায় সাথে কখনোও আপোষ করি নাই এবং হুমকি ধমকি ধার ধারি না৷ আরো কিছু থাকলে চেষ্ঠা করো৷

কিছুক্ষন আগে গিটু মানিক নাম পরিচয় দিয়ে , চালিতাতলী, ৩নং পাচঁলাইশ ওয়ার্ড থেকে মোবাইল নম্বর : ০১৮৬৪-৩৫০৩৭৩ থেকে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন দিল এবং আমাকে কোন সাজ্জাদ, সারোয়ার , মক্সিম , পিংকু , মামুন , বাবু, শিমুল সাথে কথা বলতে বলল অন্যথায় আমাকে যে কোন সময় হত্যা করা হবে৷ আপনারা কেউ তাদের চিনে থাকলে তাদের পরিচয় দিয়ে আমাকে একটু সাহায্য করুন৷ সে ব্যাপারে আমি আমার থানা সহ সকল উর্ধ্বতন প্রশাসনকে অভিহিতি করেছি৷ সকলের সহযোগিতা চাচ্ছি৷

Post a Comment

0 Comments