JHP চট্টগ্রাম জেলার উপদেষ্টা Uzzal Kumar Dewanjee কে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে।
উজ্জলদার টাইমলাইন হতে।
আমি অন্যায় সাথে কখনোও আপোষ করি নাই এবং হুমকি ধমকি ধার ধারি না৷ আরো কিছু থাকলে চেষ্ঠা করো৷
কিছুক্ষন আগে গিটু মানিক নাম পরিচয় দিয়ে , চালিতাতলী, ৩নং পাচঁলাইশ ওয়ার্ড থেকে মোবাইল নম্বর : ০১৮৬৪-৩৫০৩৭৩ থেকে আমাকে হত্যার হুমকি দিয়ে ফোন দিল এবং আমাকে কোন সাজ্জাদ, সারোয়ার , মক্সিম , পিংকু , মামুন , বাবু, শিমুল সাথে কথা বলতে বলল অন্যথায় আমাকে যে কোন সময় হত্যা করা হবে৷ আপনারা কেউ তাদের চিনে থাকলে তাদের পরিচয় দিয়ে আমাকে একটু সাহায্য করুন৷ সে ব্যাপারে আমি আমার থানা সহ সকল উর্ধ্বতন প্রশাসনকে অভিহিতি করেছি৷ সকলের সহযোগিতা চাচ্ছি৷
0 Comments