ইসকন নন্দনকানন মন্দিরের মাস ব্যাপি দামোদর উৎসব চলছে।



মুকুন্ড ভক্তি দাশ,, লক্ষ্মীপূজা দিন পূর্ণিমা তিথি হতে মাসব্যাপি দামোদর দীপদান উৎসবের শুরু হয়েছে । প্রতি বছর দীর্ঘ তিন মাস চাতুর্রমাস্য ব্রত পালন করার পর একমাস ধরে প্রতিটি ইসকন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা সহকারে এ উৎসব উদযাপন করা হয়।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যাঁর উদরে দাম বা রশি বন্ধন রয়েছে, তিনিই দামোদর।পরমেশ্বর ভগবান সর্বাবস্থাতেই আমাদের প্রতি করুণাময়, আর তাই তিনি আমাদের কৃষ্ণভাবনাময় হওয়ার জন্যই এই দামোদর-মাস প্রদান করেছেন। ভগবানের প্রতি ভক্তিভাব বৃদ্ধির জন্য আমাদের ভক্তি সহকারেই দামোদর মাস পালন করা উচিত।

এদিকে, দামোদর মাস উপলক্ষে ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম মাসব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে। প্রতি বছরের মত এবারও বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে দামোদর মাসের প্রতিটি দিন।

Post a Comment

0 Comments