বগুড়ায় জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন অনুষ্ঠিত।

https://scontent.fcgp3-1.fna.fbcdn.net/v/t1.15752-0/p480x480/74228910_575160393228498_217989398661169152_n.jpg?_nc_cat=104&_nc_oc=AQkOQCMYKArfWEkyZ06GO07D9oW8fJXAyYvLHM-eMh6tnA3D90hyZb3d_-m8AltLFWY&_nc_ht=scontent.fcgp3-1.fna&oh=1df840884ebe874a33d2ed9250bd8f5a&oe=5E1AF0A9

সুব্রত ঘোষ বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার আয়োজনে দেশ জুড়ে হত্যা, লুটপাট, সংখ্যা লঘুদের বাড়ী দখল,ও মুর্তি ভাংচুরের প্রতিবাদে ২৩ অক্টোবর বেলা ১১ টায় বগুড়ার সাতমাথায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারন সম্পাদক সবুজ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, প্রকাশনা সম্পাদক সুমন দাস, মানবাধিকার সম্পাদক সনজয় সরকার, পৌর কমিটির সভাপতি বিপ্লব দাস, শেরপুরের সভাপতি প্রকাশ কবিরাজ, সাধারন সম্পাদক সাংবাদিক দীপক সরকার, হিন্দু পরিষদের জেলা শাখার সভাপতি বিদ্যুৎ দত্ত, সাধারন সম্পাদক সনজয় দাস, সাংগঠনিক সম্পাদক সবুজ রায়, অর্থ বিষয়ক সম্পাদক সনজয় মহন্ত, অন্যান্য দের মাঝে বক্তব্য রাখেন পরিমল, সয়ন, গোষ্ট, প্রশান্ত, গোবিন্দ সাহা, রণজিৎ প্রমুখ।

Post a Comment

0 Comments