পটিয়ায় সূত্রধর পাড়ায় মহোৎসবের প্রধান অতিথি এডভোকেট তপন কান্তি দাশ,



পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সূত্রধরপাড়া তরুণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ম তম মহোৎসব সম্পন্ন হয়েছে। গত ১৫ নবেম্বর মহোৎসবের প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহাজন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ, উদ্বোধক ছিলেন বাংলাদেশ সরকারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্ম্মা চন্দন, প্রধান বক্তা ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি পুলক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ গণি, দক্ষিণ জেলা সংসদের অর্থ সম্পাদক মিশন দত্ত সপু, নির্বাহী সদস্য বিদ্যুৎ দে, বাগীশিক পটিয়া সংসদের সাধারণ সম্পাদক দেবাশীষ ধর বাপন, যুগ্ম ম্পাদক প্রিয়তোষ সরকার রাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সনজয় দে, সুলাল চৌধুরী, ডা: লক্ষ্মী নারায়ন চৌধুরী, ডা: বিষ্ণুপদ পাল, নারীনেত্রী রূপসী দাশ, সাগর দাশ, পৌরসভা বাগিশিকের প্রবীর মিত্র, সনজয় রক্ষিত, রুপন দাশ, বাবলু সেন। স্বাগত বক্তব্য রাখেন- রিগ্যান সূত্রধর। সভাপতিত্ব করেন তপন সূত্রধর। অনুষ্ঠান পরিচালনা করেন- মিশু সূত্রধর ও সুজন সূত্রধর। প্রধান অতিথি বলেন, গীতা শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ বির্নিমান সম্ভব। তিনি সকলকে বাগীশিকের পতাকা তলে গীতা শিক্ষা প্রচারের আহবান জানান।
www.dokkinchattala.com

Post a Comment

0 Comments