সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন বাংলাদেশী ক্রিকেটার লিটন দাস



#কলকাতা:কালীপুজো দিলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। মঙ্গলবার সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিতে যান লিটন। স্ত্রী সঞ্চিতাকে প্রথমবার নিয়ে কালীঘাটে পুজো লিটনের। গত রবিবার টেস্ট ম্যাচ শেষ হয়। তারপর থেকেই শহরে রয়েছেন পদ্মাপারের উইকেটরক্ষক। ঘুরে দেখেছেন শপিং মল। কেনাকাটা করেছেন দেদার।

তালিকায় রয়েছে মোবাইল থেকে জামা কাপড়। গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে পৌনে তিন দিনেই। রবিবার প্রায় বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার বাড়ি ফিরেছেন। তবে বাংলাদেশের অনেক ক্রিকেটার রয়ে গেছেন শহর কলকাতায়। লিটন ছাড়াও মুশফিকুররা রয়েছেন কলকাতায়। টেস্ট ম্যাচের প্রথম দিন মহম্মদ সামির বলে মাথায় চোট পান লিটন। ভারতীয় পেশারের বাউন্সার মারতে গিয়ে হেলমেটে লাগে। 24 রানের মাথায় মাঠ ছাড়েন তিনি।

ড্রেসিংরুমে ফিরে অস্বস্তি বোধ করায় শহরের এক বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যান করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দেন। টেস্ট ম্যাচ থেকে ছিটকে যান লিটন। কনকাশন সাব হিসেবে লিটন এর পরিবর্তে মাঠে নামেন মেহেদি হাসান। আগেও অনেকবার কলকাতায় খেলতে এসেছেন লিটন। ইডেনে খেলে গেলেও কখনো পুজো দিতে যাওয়া হয়নি কালীঘাটে। চলতি বছরেই বিয়ে করেছেন। তাই প্রথমবার সস্ত্রীক কলকাতা৷ বৃহস্পতিবার দেশে ফিরে যাওয়ার কথা। লিটন ফিরে গেলেও আরো দিন তিনেক শহরে থাকবেন বাংলাদেশের মুশফিকুর রহিম। মুশফিকের সপরিবারে শহরে এসেছেন।

bengali.news18.com

Post a Comment

0 Comments