বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সমন্বয় সভা


যীশু সেন
, স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলাধীন সকল উপজেলা থানা সংসদের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা গত ১৫ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হয়। বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অমৃত লাল দে এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবু কুমার দাশ'র সঞ্চালনায় অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৈলাস বিহারী সেন, অর্থ সম্পাদক রাশু বিশ্বাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, উত্তর জেলার উপদেষ্টা মিলন শর্মা, অজিত শীল, পংকজ চৌধুরী, সমীর পাল, দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, সাধারণ সম্পাদক রূপক শীল, মহানগর সংসদের সভাপতি প্রদ্যুত বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকৌ. সনজয় চক্রবর্তী মানিক, ডা. জয়টু শীল, মানিক রতন শর্মা। আরও বক্তব্য রাখেন শুভাশীষ চৌধুরী, প্রিয়শীষ চক্রবর্তী, অর্জুন নাথ, নিকু শীল, কাজল পাল, বিপ্লব চৌধুরী, এড. অমল চৌধুরী, লায়ন ডা.বরুণ আচার্য্য বলাই, ডা. সুব্রত চৌধুরী, চন্দন নাথ, মিল্টন চক্রবর্তী, প্রিয়তোষ নাথ, বিপ্লব নন্দী, প্রকৌ. আনন্দ চন্দ্র দেবনাথ, সুজন নাথ, ছোটন দাশ, মিনু দে, অঞ্জন দে, ত্রিদিব দাশ, পরিমল দাশ, অনিল চন্দ্র নাথ, সুভাষ চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন- বাগীশিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করুণ, গীতার আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দিন, প্রতি ঘরে ঘরে গিয়ে সন্তানদেরকে গীতা শিক্ষায় উদ্ধুদ্ধ করুন, তাহলে সমাজ ও দেশ উপকৃত হবে।

Post a Comment

0 Comments