কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের কাহারোলে
ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাস ব্যাপী রাস মেলায় যাত্রাপালা ও
যাদু প্রদর্শনের নামে প্যান্ডেলগুলোতে বেহায়াপনা অশ্লীল নৃত্য পরিবেশনের
কারণে শুক্রবার ১৫ নভেম্বর বিকাল ৪টার দিকে কাহারোল উপজেলা প্রশাসন
প্যান্ডেলগুলো ভেঙ্গে দিয়েছেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল
হাসান এর নেতৃত্বে এবং কাহারোল থানার পুলিশের সহযোগীতায় মেলায় অবৈধভাবে
যাত্রাপালা ও যাদু প্রদর্শনের নামে বেহায়াপনা অশ্লীল নৃত্যের ১১টি
প্যান্ডেল ভেঙ্গে দিয়েছেন। প্রকাশ থাকে যে, গত ১১ নভেম্বর কাহারোল উপজেলার
ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মাস ব্যাপী রাস মেলার উদ্বোধন করা
হয়। উদ্বোধনীর রাত থেকেই মেলাটিতে যাত্রাপালা ও যাদু প্রদর্শনের নামে
বেহায়াপনা অশ্লীল নৃত্য পরিবেশন হয়ে আসছিল। এব্যাপারে কাহারোল উপজেলা
নির্বাহী অফিসার মনিরুল হাসান জানিয়েছেন, এই মেলায় কোনভাবেই যাত্রা ও
যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের কোন সুযোগ দেওয়া হবে না।
0 Comments