প্রস্তাবিত হোমিওপ্যাথিক চিকিৎসা আইন সংশোধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ।

বাহোপ আয়োজিত ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সন্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাহোপের মহাসচিব ডাঃ অন্জন কুমার দাশ।এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাহোপ সভাপতি অধ্যক্ষ ডাঃ আব্দুল করিম,সহসভাপতি- ডাঃ একেএম শহীদুল্ল্যাহ,এবং ডাঃ নজরুল ইসলাম ভুঁইয়া।সংবাদ সন্মেলনে কেন্দ্রীয় মহাসচিব বলেন, প্রস্তাবিত আইনে বলা হয়েছে হোমিওপ্যাথি বলিতে ডা. স্যামুয়েল হ্যানিম্যানের হোমিওপ্যাথিক চিকিৎসার নীয়মনীতি এবং বায়োকেমিক পদ্ধতিকে বুঝাইবে।বায়োকেমিক চিকিৎসা হ্যানিম্যানের চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত নয়।আইনে বায়োকেমিক সংযুক্ত করা হলে কায়েমি গোষ্টি অপতৎপরতার সুযোগ পাবে।তাই আইনের খসড়া থেকে বায়োকেমিক শব্দটি বাদ দিতে হবে।প্রস্তাবিত আইনে বিশ্ববিদ্যালয় বলতে শুধু স্বীকৃত পাবলিক বিশ্ব বিদ্যালয়কে বোঝানো বলা হয়েছে।এর সংগে স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়কেও যুক্ত করতে হবে।ডাঃ অন্জন কুমার দাশ বলেন,ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারী সংক্রান্ত চার বছর ছয় মাস মেয়াদি যে কোর্সের কথা বলা হয়েছে তার মান স্নাতক বা এর সমমানের করার বিষয়টি আইনে উল্লেখ করতে হবে।সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ প্রস্তাবিত কাউন্সিলে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ( বাহোপ) এর একজন প্রতিনিধির নাম সংযুক্ত করার দাবী জানান। সংবাদ সম্মেলনে ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব,ডাঃসালেহ আহমেদ সুলেমানসহ বাহোপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments