শ্রী সাগর দাশ শ্রীশ্রী গীতানুগত্য, সংঘ শক্তি, বিশ্বমানবতা
শ্রীশ্রীগীতার আলো, ঘরে ঘরে জ্বালো........
এই শ্লোগানকে সামনে রেখে মহাসাড়ম্বরে বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে অডিটরিয়াম প্রাঙ্গনে উদযাপিত হলো বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ভাটিয়ারী ইউনিয়ন সংসদের শুভ অভিষেক অনুষ্ঠান; অনুষ্ঠানে ছিল
শ্রীশ্রীপার্থসারথী পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ, ধর্মসভা, পুরস্কার বিতরণ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা, সম্মাননা স্মারক প্রদান, গীতোক্ত সমাজ গঠন ভিত্তিক অালোচনা সহ বিভিন্ন মাঙ্গলিক অনু্ষ্ঠানের মধ্যে দিয়ে ১ম অধিবেশনে বাগীশিক সীতাকুন্ড উপজেলা সংসদের সভাপতি শ্রী প্রভাস বণিক ও ২য় অধিবেশনে শ্রী রণজিত কুমার দাশ মহোদয়ের সভাপতিত্বে এবং বাগীশিক সীতাকুন্ড উপজেলা সংসদের দপ্তর সম্পাদক শ্রী সাগর দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বাগীশিক সীতাকুন্ড সংসদের সংসদের উপদেষ্টা শ্রী পংকজ কুমার মন্ডল, মঙ্গলপ্রদীপ প্রজ্বলক- বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও বাগীশ্বরী সংগীতালয়ের পরিচালক- লায়ন শ্রী শিবু কৈলাশ বিহারী সেন মহোদয় মহোদয়, প্রধান অতিথি ছিলেন- বনফুল এন্ড কিষোয়ান কোম্পানি সচিব মান্যবর শ্রী রাখাল সাহা মহোদয়, মহান অতিথি- শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ-সীতাকুন্ড শাখার সভাপতি শ্রী বিষ্ণুচরণ দাশ মহোদয়, প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক শ্রী শিবু দাশ, প্রধান অালোচক- বাগীশিক উত্তর জেলা সংসদের সহ সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরী মহোদয়, সংবর্ধিত অতিথি ছিলেন - সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি শ্রী সৌমিত্র চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক শ্রী লিটন চৌধুরী, অালোকিত অতিথি- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড শাখার সহ সভাপতি শ্রী অার সি দাশ রবিন, বাগীশিক উত্তর জেলা সংসদের নির্বাহী সদস্য মাস্টার শ্রী অনজয় দত্ত, বিশেষ বক্তা ছিলেন গীতা প্রশিক্ষক, নন্দীত সংগঠক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ নির্বাহী সদস্য শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী,
বিশেষ অতিথি ছিলেন- বাগীশিক সীতাকুন্ড সংসদের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব নন্দী, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ পাল মহোদয়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ-ভাটিয়ারী ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী অাশীষ কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী সুব্রত রায়, সনাতনী গীতা সংঘের সভাপতি শ্রী স্বপন কুমার নাথ, সাংবাদিক নন্দন রায়, শ্রী শশধর দাশ সুমন (শিক্ষক), শ্রী সত্যজিত দাশ শুভ, শ্রী রতন দাশ (বি.কম), বাগীশিক ভাটিয়ারী ইউনিয়ন সংসদের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকবৃন্দ, শ্রী বাবুন চৌধুরী, গীতার অালোয় উজ্জীবিত তরুণ শিক্ষার্থী'র (BSUC) প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এলাকার সর্দার বৃন্দ, বিভিন্ন গীতা স্কুলের প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এতে অারো শপথ গ্রহণ করে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির - শ্যামল রুদ্র, উজ্জ্বল পাল, বিপ্লব নাথ, রাহুল শর্মা, রামপদ দাশ, সাধন দাশ, নিমাই দাশ, অংকন দাশ, শ্রীরুপ দাশ, টিটু নাথ, রিকু রানী দাশ, লিটন দাশ, সজীব চক্রবর্তী, রনি দাশ সহ অনেকে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক ভাটিয়ারী ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী লালন দাশ মহোদয়। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শ্রীমদভগবদগীতা পাঠ করেন শ্রী সুমন দাশ ও গাবতলী শ্রীশ্রী গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, নৃত্য পরিবেশনা করেন সৃজনী ললিতকলা একাডেমির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তাগন বলেন শ্রীমদ্ভগবদ্গীতা মানব জীবনের সর্বোশ্রেষ্ঠ সংবিধান। আলোকিত মানুষ হওয়ার জন্যে সকলকে গীতার সুদীপ্ত চেতনায় উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments