মুন্সিগঞ্জের চেয়ারম্যান কর্তৃক সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখল অভিযোগে সংবাদ সম্মেলন

Image result for বসতভিটা দখল

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ যতীন্দ্রনাথ মীরগাং গ্রামের মৃত শচীন্দ্রনাথ মন্ডল এর জৈষ্ঠ পুত্র বিজয় কৃষ্ণ মন্ডল ও মেজ পুত্রবধূ তুলসী রানী মন্ডল পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তারা লিখিত পাঠে জানান, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কাশেম মোড়ল ও তার ভাইয়েরা চক্রান্ত করে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে তাদের বসতভিটা জায়গা জমি দখল করে নিয়েছে।
লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, মিথ্যা তথ্য দিয়ে তৎকালীন বিতর্কিত সেটেলমেন্ট কর্মকর্তা মনিরুজ্জামানকে ম্যানেজ করে আমরা বাংলাদেশে বসবাস করি না উল্লেখ করে আমাদের বসতভিটা ও জায়গা জমি চেয়ারমান ও তাঁর ভাইদের নামে রেকর্ড করিয়া দখল করিয়াছেন।
আমরা জায়গা জমির কাগজপত্র সংশোধনের চেষ্টা করলে চেয়ারম্যান সংশ্লিষ্ট কার্যালয় আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন যে আমরা বাংলাদেশের নাগরিক নয়। শুধু জায়গা জমি দখল করে ক্ষান্ত হননি চেয়ারম্যান মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ খুন-জখম অপহরণ করার হুমকি চালিয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজনে একটি প্রত্যায়নপত্র দাবি করলে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আনারুল ইসলাম ও মহিলা মেম্বার সেলিনা সাঈদ সুপারিশ করা সত্বেও চেয়ারম্যান আমাদের প্রত্যয়ন পত্রে স্বাক্ষর না করে তাড়িয়ে দিয়েছেন।
সংখ্যালঘু নির্যাতনকারী ভূমিদস্যু চেয়ারম্যান এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন। ভুল রেকর্ড সংশোধন করে আমাদের জমি ফেরত পেতে পারি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারি তার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments