জাগো হিন্দু পরিষদ প্রবাসী ফোরাম / চট্টগ্রাম জেলায় হতে শিল্পী অর্জুন বিশ্বাস কে সম্মাননা প্রদান।


জাগো হিন্দু পরিষদ প্রবাসী ফোরাম / চট্টগ্রাম জেলায় হতে শিল্পী অর্জুন বিশ্বাস কে সম্মাননা প্রদান। সি.ই.পি.জেড শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ জানুয়ারী ২০২০ ইং দিনব্যাপী জগন্মঙ্গলাথে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করা হয়, উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন বাংলার খ্যাতিমান কন্ঠ শিল্পী শ্রী অর্জুন বিশ্বাস যার গান শুনলে কোটি মানুষের হৃদয় নাড়া দেয়,

উক্ত অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলায় হতে শিল্পী অর্জুন বিশ্বাস কে সম্মাননা প্রদান করা হয়, এই সময় সম্মাননা প্রদান করেন সংগঠনের আহ্বায়ক রুবেল কান্তি দে, কাতার শাখার আহ্বায়ক মিটন দেবনাথ জেলার সাবেক সহ সাঃ সম্পাদক জুয়েল আইচ, পলাশ দে,প্রমুখ

Post a Comment

0 Comments