দৈনিক পূর্বকোণ এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাঃ কথক দাশ এর শুভেচ্ছা।



অগণিত পাঠকের হৃদয় জয় করে দৈনিক পূর্বকোণ চৌত্রিশ পেরিয়ে আজ পঁয়ত্রিশে পদার্পণ করল। এ আনন্দঘন মুহূর্তে আমি শুভেচ্ছা জানাই পূর্বকোণের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার ও শুভানুধ্যায়ীকে। কামনা করি সবার নিরন্তর সুস্থ জীবন।
আধুনিকতা, মুক্তচিন্তা ও সুস্থ পরিবর্তনের বার্তা নিয়েই ১৯৮৬ খ্রিস্টাব্দের ১০ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণ’র আত্মপ্রকাশ ঘটেছিল। এ পত্রিকার রূপকার ও স্বপ্নদ্রষ্টা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী সেকালের সংবাদপত্র ও সাংবাদিকতাকে কূপম-ুকতার নিত্যআবর্ত থেকে বের করে আনার লক্ষ্যে দৈনিক পূর্বকোণকে করে তুলেছিলেন সেদিনকার শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতি-অর্থনীতির জগতের, একঝাঁক সৃষ্টিশীল তরুণের বিচরণক্ষেত্র ও কর্মজগতের নির্ভরযোগ্য প্ল্যাটফরম।
অতুলনীয় দক্ষতায় পাঠকের প্রত্যাশা পূরণের ফলে পূর্বকোণের পাঠকের সংখ্যা দিন দিন বাড়ছে। আগামীর দিনগুলোতেও পাঠকচাহিদা এবং পাঠকপ্রিয়তাকে সম্বল করে এগিয়ে যাবে প্রিয় সংবাদপত্র দৈনিক পর্বকোণ এই আশা রইলো।
আবার ও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই

দৈনিক পূর্বকোণ প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী  স্যার  সম্পাদক দৈনিক পূর্বকোণ ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী স্যারকে।

Post a Comment

0 Comments