কিশোরগঞ্জ মহাশ্বশ্মান ও শ্রীশ্রীকালী মন্দিরে তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত।
February 17, 2020
কিশোরগঞ্জ জেলার দক্ষিণ মিরাপুর, সরারচরে শ্রী শ্রী মহাশশ্মান ও কালী মন্দিরে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। উক্ত মহা নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি এ্যাড্. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক শ্রী প্রদীপ কুমার সরকার,
সাংগঠনিক সম্পাদক শ্রী প্রনব কুমার সরকার, জেলা মহিলা পরিষদের সভাপতি এ্যাড্. মায়া ভৌমিক, বাজিতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পদ্মলোচন ধর, সাধারণ সম্পাদক শ্রী সুখন দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী ছোটন মোদক প্রমুখ।
আয়োজন ও সার্বিক সহযোগিতায় শ্রী অজিত সাহা ও ডাঃ অজন্তা রানী সাহা, এসময় আরো উপস্থিত ছিলেন দুর দুরান্ত থেকে আসা অসঙ্খ ভক্তবৃন্দরা।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments