জাগো হিন্দু পরিষদ ধানমণ্ডি থানা আহবায়ক কমিটি গঠিত।


২১ ফেব্রুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ধানমণ্ডি পপুলার হাসপাতালের অডিটোরিয়ামে জাগো হিন্দু পরিষদ ধানমণ্ডি থানা আহবায়ক কমিটি প্রদান ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক সনাতন ধর্মসভা অনুষ্ঠিত হয়। উক্ত ধর্ম সভায় জাগো হিন্দু পরিষদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল,অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস,রুপানুগ গৌর দাস ব্রম্মচারী,কালীপদ মজুমদার, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সঞ্জয় বনিক, সাধারন সম্পাদক নিতাই দেবনাথ, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিট থেকে আগত জাগো হিন্দু পরিষদের সারথিবৃন্দ ও ধানমন্ডি থানায় বসবাসরত সনাতনী দাদাদিদিরা উপস্থিত ছিলেন।উক্ত ধর্মসভায় ডাঃ কচি তেওয়ারিকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট ধানমণ্ডি থানা জাগো হিন্দু পরিষদের আহবায়ক কমিটি ঘোষনা করা হয় অনুষ্টানের সভাপতিত্ব করেন বাবু অচিন্ত কুমার নাগ।

Post a Comment

0 Comments