ধামরাই উপজেলার শিব মন্দিরে তিনদিনব্যাপী শিবচতুর্দশীব্রত উৎসব—২০২০ এর শুভ উদ্বোধন


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি- শুক্রবার( ২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকায় ধামরাই উপজেলা অঙ্গনস্হ শ্রীশ্রী শিব মন্দিরে তিনদিনব্যাপী শ্রীশ্রী শিবচতুর্দশীব্রত (শিবরাত্রি) উৎসব— ২০২০ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শতশত উপবাসী পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্হিতিতে শুভ উদ্বোধন করা হয়েছে। ধামরাই উপজেলা অঙ্গনস্হ শ্রীশ্রী শিব মন্দিরের বাৎসরিক তিনদিনব্যাপী শিব চতুর্দশীব্রত (শিবরাত্রি) উৎসব— ২০২০ এর শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এ'সময় উপস্হিত ছিলেন শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি- তারক নাথ ঘোষ,সাধারণ সম্পাদক- সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) সহ উক্ত মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা- প্রাণ গোপাল পাল,স্বপন পাল,সত্য রঞ্জন সূত্রধর,রাজিব পাল,নিরঞ্জন পাল ,পুরহিত জয়দেব আচার্য ও মন্দিরে আগত অগনিত ভক্তবৃন্দ পূর্ণার্থীবৃন্দ।

Post a Comment

0 Comments