অবশেষে অমৃত রায়ের খুনিদের গ্রেপ্তার করেছে পুলিশ

No description available.

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করাই গতকাল বৃহস্পতিবার গলা টিপে হত্যা করে বগুড়ার গাবতলীর অমৃত রায়কে।
এরপর বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) তত্বাবধানে গাবতলী মডেল থানার মামলা নং ০৫ (তাং ০৬-০৮-২০২০ ইং) ধারা ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী/০৩) এর ১০ ধারা তৎসহ ৩০২/৩৪ পিসি'র এজাহার নামায় সকল আসামী তথা ৩ জন আসামীকে ঘটনা সংঘটনের ১৬ ঘন্টার মধ্যে সারিয়াকান্দী হাট ফুলবাড়ী আমতলী এলাকা থেকে গ্রেফতার করে টিম গাবতলী মডেল থানা পুলিশ।
এসময় মৃত অমৃত রায়ের পরিবারের ‌এক সদস্য বলেন,

খুবদ্রুত আসামিদের গ্রেফতার করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বগুড়া পুলিশ সুপার মহোদয়কে এবং গাবতলী মডেল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের।

এসময় তিনি বলেন, ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের ফাঁসি নিশ্চিত করার জন্য প্রসাশনের কাছে জোর দাবি জানাই।

Post a Comment

0 Comments