গলাচিপায় পরিবেশ রক্ষার কাজে শিক্ষার্থীরা গাঁ গ্রাম শহুরে



কেসমী সরকারঃ গলাচিপা,পটুয়াখালী,পটুয়াখালী গলাচিপা উপজেলা নিজ ও পার্শ্ববর্তী পরিবেশ রক্ষার কাজে শিক্ষার্থীরা এক যোগে কাজ করে চলছে। নিজেদের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগকে কাজে লাগিয়ে পরিবেশ দূষণ মুক্ত করার লক্ষ্যে পরিস্কার করছে ময়লা আবর্জনা।  

জানা গেছে বি ডি ক্লিন নামে একটি সামাজিক সংগঠন গত তিন মাস ধরে গলাচিপা উপজেলার বিভিন্ন পাড়া,গাঁ ও শহুরে পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কাজ করছে। "নিজ প্রয়োজনে পরিবেশকে সুরক্ষিত রাখুন -সকলে সুস্থ থাকুন"। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষিত রাখার উদ্দেশ্য নিয়ে আত্মমানবতার সেবায় ধিরে ধিরে এগিয়ে যাওয়াই সংগঠনের আগামী দিনের এক মাত্র লক্ষ্য। এই মহতি উদ্যোগের সার্বিক পরিচালনা করছেন ফারহানা মিশু ( টুম্পা)। তার পরিচালিত পরিবেশবাদী সামাজিক সংগঠন "বি ডি ক্লিন" সংস্থাটিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছায় মনোনিবেশ করেন। গলাচিপা উপজেলায় একাধিক এলাকায় শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

0 Comments