কিশোরগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে সনাতন বিদ্যার্থী সংসদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


কিশোরগঞ্জ প্রতিনিধি :

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীকুশল বরন চক্রবর্তী'কে গত ১৬ অক্টোবর রাত ৯টা ৪৩ মিনিট নাগাদ তার ফেসবুক মেসেন্জারে এক অডিও বার্তায় তাকে হত্যা করার হুমকি দেয় এবং সেই সাথে ২০২৫-২০২৬ সালের মধ্যে দেশ থেকে সমগ্র হিন্দু সম্প্রদায় কে সমূলে বিনাশ করে দিবে বলে হুমকি দেয় এই ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সনাতন বিদ্যার্থী সংসদ কিশোরগঞ্জ।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন শ্রীযামিনী রায়, সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, কিশোরগঞ্জ জেলা ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিপন রায় লিপু সাবেক ট্রাস্টি, সৈকত দাস, সাধারণ সম্পাদক, সনাতন বিদ্যার্থী সংসদ, কিশোরগঞ্জ
উত্তম দাস সহ- সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, কিশোরগঞ্জ
দীপক দাস সহ- সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, কিশোরগঞ্জ
সুবিনয় কুমার সাহা, সভাপতি, সনাতন বিদ্যার্থী সংসদ, বাজিতপুর উপজেলা বিবেকানন্দ রায়, সাবেক উপ দপ্তর সম্পাদক, কিশোরগঞ্জ জেলা ছাএলীগ
প্রশান্ত কুমার দাস, সভাপতি, বাংলাদেশ হিন্দু ছাএ পরিষদ, কিশোরগঞ্জ,
সজীব সরকার , সাধারণ সম্পাদক, হিন্দু ছাত্র পরিষদ, কিশোরগঞ্জ সম্পাদক,
নিলয় পাল আদর, আহবায়ক ,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট,কিশোরগঞ্জ, শাওন রায় বিজয় সাধারণ সম্পাদক, আরতি সংঘ, সুব্রত বর্মন সদস্য সচিব, সনাতন যুব শক্তি এবং এই প্রতিবাদ সমাবেশের সাথে একাত্ম প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট ক্ষিতশ দেবনাথ।
উক্ত বিক্ষোভ সমাবেশে যামিনী রায় বলেন, আমরা যেমন বংশীধারি শ্রীকৃষ্ণের পুজা করি তেমনি সুদর্শন চক্রধারি শ্রীকৃষ্ণেরও পূজা করি, আমরা যেমন ক্ষমা করে দিতে পারি তেমন দন্ড দিতেও পারি। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিচ্ছি, অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে যদি শাস্তি নিশ্চিত না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, অষ্টগ্রাম উপজেলা শাখার সদস্য সচিব রুপক দেব।

Post a Comment

0 Comments