কক্সবাজারে শারদীয় প্রকাশনা দশভূজার মোড়ক উন্মোচন



 কক্সবাজার প্রতিনিধি,  কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-স্বধর্ম পরিপালনের মধ্যে দিয়ে একজন সঠিক মানুষ হওয়া যায়। তিনি বলেন-ধর্মের আদর্শ ও নীতি মেনে চললে সমাজে অশান্তি সৃষ্টি হয় না বরং সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়। সকল ধর্ম মানবতার কথা বলে উল্লেখ করে জেলা প্রশাসক মানুষে মানুষে ভেদাভেদ ভুলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করার অাহবান জানান।

 তিনি বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজার বিশেষ প্রকাশনা দশভূজা পএিকার মোড়ক উন্মোচনকালে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন-স্বাস্থ্যবিধি মেনেই এবারের দুর্গাপূজা পালন করতে হবে। এসময় তিনি দশভূজা পত্রিকাটি সনাতনী নতুন প্রজন্মকে সৃষ্টিশীলতা ও ধর্মীয় শিক্ষায় আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। 

মোড়ক উন্মোচনকালে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, কর্মকর্তা কাঞ্চন দাশ, জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরহিত বিশ্বনাথ বন্দোপ্যাথায়, দশভূজা পএিকার সম্পাদক ও প্রকাশক বলরাম দাশ অনুপম।

Post a Comment

0 Comments