কলকাতাঃ রাজভবনে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। রবিবার দুপুরে হঠাত করেই রাজভবনে পৌঁছন বিসিসিআই প্রেসিডেন্ট। হঠাত করে রাজ্যপাল ধনকড়ের কাছে কেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক কোনও কারণ নাকি নিছকই ক্রিকেট নিয়ে আলোচনা করতে এই সাক্ষাৎ তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
তবে সূত্রের খবর, শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতেই রাজ্যপাল ধনকড়ের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় আধ ঘন্টা ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ধনকড়ের মধ্যে বৈঠক চলছে বলে জানা গিয়েছে।
যদিও এ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির মুখ কে? তা নিয়ে নানা জল্পনা চলছে বিভিন্ন মহলে। এমনকি আগামী বিধানসভা ভোটে বিজেপির তরফে(Sourav Ganguly) সৌরভ গঙ্গোপাধ্যায়কে মুখ করা হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। রাজনীতিতে কি যোগ দেবেন সৌরভ? বারবার এই প্রশ্নও করা হয় দাদাকে।
কিন্তু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সৌরভ। ক্রিকেটের সঙ্গেই যে যুক্ত থেকে তিনি খুশি, সে কথাই বারবার নিজের কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন। কিন্তু নির্বাচনের আগে দলবদলের মরশুমে হঠাৎই তাঁর রাজভবন আগমনে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
রাজ্য-রাজনীতিতে শোনা যাচ্ছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও নাকি বিজেপিতে যোগ দেবেন। শুধু তাই নয়, শুভেন্দু কিংবা সৌরভ কাউকে বিজেপি রাজ্যে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারে।
যদিও মাস খানেক আগেই এ বিষয়ে কলকাতায় বসে অমিত শাহ বলেন, “শুধুমাত্র দু’জনের নামই বলছেন কেন, তালিকা আরও অনেক বড়।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই বাংলায় বিজেপি লড়বে। বেশ কয়েকটি রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই বিজেপি লড়েছে বলে দাবি করেছিলেন শাহ। বাংলাতেও সেভাবে বিজেপি লড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন শাহ।
তবে এদিন সৌরভ-রাজ্যপাল বৈঠক রাজ্য-রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে।
0 Comments