শ্রী মানিক চন্দ্র বর্ম্মণ,, রংপুর জেলা প্রতিনিধি,, চলছে হিন্দু উৎপীড়ন ও হিন্দু নির্যাতনের কালো থাবা।থেমে নেই এই নির্যাতনের মাত্রা।আজো অবোধ শিশুদের মতো ঘুমিয়ে আছে অবোধ শিশুরা।কালগ্রাস ক্ষমা করছেনা এতটুকু।শুধু সংখ্যলঘু বলেই বিচার হীনতায় আজ দিনকে দিন বাড়ছে হিন্দু নির্যাতন।
লালমনিরহাটের হাতীবান্ধা থানার টংভাঙ্গা ইউনিয়নের যোতবাড়াই পাড়া গ্রামের বাসিন্দা সাধু হরিনাথের জমি দখল করতে একই এলাকার কুলাঙ্গার মোঃ সাহাজ উদ্দিন ও তার সাঙ্গ পাঙ্গরা গত ২৯/১২/২০২০ইং রোজ মঙ্গলবার সকাল ৯ঃ১০ ঘটিকার সময় সংখ্যালঘু সাধু হরি নাথের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় এতে পরিবারের ৫ জন মহিলা ও ২ জন পুরুষ গুরুতর আহত হলে গ্রামের লোকজন উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেইসাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
0 Comments