বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ১৯'র পুরষ্কার বিতরণ ও সাটিফিকেট প্রদান


বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষা ১৯'র পুরষ্কার বিতরণ ও সাটিফিকেট প্রদান গত ২২ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় বাগীশিক কেন্দ্রীয় সংসদ মিলনায়তন আন্দরকিল্লায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম সমাজসেবী প্রতিষ্ঠান ইপসার পরিচালক ( অর্থ) পলাশ কুমার চৌধুরী, সভায় আর্শীবাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এড তপন কান্তি দাশ, উদ্বোধক ছিলেন জেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক সমীর কান্তি দে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বিশিষ্ট জ্যোতিষবিদ ও পুরোহিত গৌরাঙ্গপ্রসাদ ভট্টাচার্য, 



মহান অথিতি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সন্মানিত সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সন্মানিত সাধারণ সম্পাদক অনজন কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের উপদেষ্টা মিলন শর্মা, ডাঃ এলভিন সাহা, এড.বাসন্তী প্রভা পালিত, সমীর কান্তি পাল, পৃষ্ঠপোষক টিংকু কুমার ভৌমিক, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি শিপুল কুমার দে, সম্পাদক রুপক শীল, কাজল পাল, শুভাশিষ চৌধুরী,সুমন দেব নাথ, 



শিবু দাশ, বরুন আচার্য বলাই, নিকু শীল,পরিমল দাশ,ননী গোপাল দেবনাথ, ছোটন দাশ, সুজন চক্রবর্তী, নারায়ন গোষ্মামী, ঝুলন দেব, প্রবাস বনিক, উজ্জ্বল কুমার দেব প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন প্রিয়াশিষ চক্রবর্তী, সভাপতিত্ব করেন সংসদের সভাপতি অমৃতলাল দে।

Post a Comment

0 Comments