বাগীশিক অনুমোদিত পরৈকোড়ায় নতুন গীতা স্কুল উদ্ভোধন ও শীত বস্ত্র বিতরন


 বিজয় দাশ ( আনোয়ারা ) বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক) অনুমোদিত আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় শ্রীশ্রী রক্ষা কালী গীতা সংঘ নামে গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারী ) ২০২১, দুপুর ১২ টায় পরৈকোড়া গ্রামের শ্রীশ্রী রক্ষা কালী গীতা সংঘ মন্দিরে ভক্তদের অার্থিক সহযোগীতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

এতে সনাতন ধর্মাবলম্বী শিশু কিশোরদের নিয়ে প্রতি শুক্রবার এই স্কুল পরিচালিত হবে ও ইউনিয়ন সংসদের প্রচার সম্পাদক অনুপম দাশ রুপক এই মন্দিরে গীতা শিক্ষা দান করবেন । এই উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা পরৈকোড়া পশ্চিম পাড়া রক্ষা কালী সেবা সংঘের মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরৈকোড়া ইউনিয়ন সংসদের সভাপতি সুনীল দাশ আকাশের সভাপতিত্বে অনুপম দাশ রুপক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক লায়ন অজিত নাথ শুরুতেই মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শ্রীমদ্ভগবত গীতা পাঠ ও ফিতা কেটে এই গীতা স্কুলের শুভ উদ্বোধন করা হয়।


উদ্ভোধক হিসাবে ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আনোয়ারা উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ নীলকান্ত দাশ বিষু , প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর দক্ষিন জেলার সংসদের সাংগঠনিক সম্পাদক সজীব মজুমদার ,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এর পরৈকোড়া ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক হারাধন দাশ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরৈকোড়া ইউনিয়ন সংসদের সহ সাধারণ সম্পাদক তমিত রায় পুরোহিত 

 ,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পরৈকোড়া ইউনিয়ন সংসদের সাংগঠনিক সম্পাদক অজয় চৌধুরী , সহ-সাংগঠনিক সম্পাদক রুমন দাশ সৈকত ,অর্থ সম্পাদক পিন্টু দাশ ,দপ্তর সম্পাদক নয়ন দাশ,সাংস্কৃতিক সম্পাদক সনাতন টিভির আনোয়ারা উপজেলা প্রতিনিধি বিজয় দাশ, গীতা প্রশিক্ষক রুবেল দাশ ।গীতা স্কুল উদ্ভোধন শেষে অতিথিবৃন্দ আগত ছাত্র-ছাত্রীদের মধ্যে গীতা গ্রন্থ বিতরন করেন।

অনুষ্ঠানে বাগীশিক ১নং ওয়ার্ডে রুমন দাশ সৈকতকে সভাপতি অনুপম রুপককে সাধারন সম্পাদক করে ১১ জন জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়।সমগ্র অনুষ্ঠান শেষে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments