মহাবারুণী স্নানযাত্রা মহোৎসব শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে



নিখিল বৈদ্য সুবর্ণ: সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য্য ঠাকুরের আবির্ভাবস্থল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার গড়কাটি নবগ্রামের যাদুকাটা নদীর পণতীর্থ স্মৃতিধামে স্নানযাত্রা মহোৎসব ৮ এপ্রিল, বৃহস্পতিবার শুরু হয়ে ৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলার কথা ছিলো।

 কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের জন্য দ্বিতীয় দফা লকডাউন চলায় জেলা প্রসাশকের নির্দেশক্রমে আয়োজক কর্তৃপক্ষ সকল অনুষ্ঠান বাতিল করেছেন। গেলো বছরে প্রথম দফা লকডাউন চলায় জেলা প্রসাশকের নির্দেশক্রমে আয়োজক কর্তৃপক্ষ সকল অনুষ্ঠান বাতিল করেছিলেন।

তারপরও আশেপাশের হিন্দু ধর্মালম্বীরা স্বল্প পরিষরে স্নান যাত্রা সম্পন্ন করেন। প্রতিবারের মতো এবারও চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদদশীতে ২৫ চৈত্র, ৮ এপ্রিল বৃহস্পতিবার শেষরাত্রি ০৫/৫৭/১০ সে. গতে ২৬ চৈত্র, ৯ এপ্রিল শুক্রবার সকাল ০৬/৩৬/৮ সে. এর মধ্যে মহাবারুণী স্নানযাত্রা মহোৎসব শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

Post a Comment

0 Comments