বগুড়ায় মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন



 বিকাশ বগুড়াঃ বগুড়ায় প্রকল্পের ৫ম পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২০ শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে ৷অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গিতাপাঠ করেন শিক্ষিকা টুম্পা রানী ৷ ৩০মে রবিবার বেলা ১২টায় ভার্চ্যুয়াল মিটিং এর মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষে সরাসরি পুরস্কার বিতরন করা হয় ৷এ সময় জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন,টুম্পা রানী গাবতলি, সাথী রানি মোদক শাজাহানপুর, নিমাই চন্দ্র সোনাতলা, বাসনা বালা নন্দীগ্রাম, মিতা চক্রবর্তী দুপচাচিয়া। শ্রেষ্ঠ শিক্ষার্থীরা হলেন, দিপিকা তালুকদার সদর, শ্রীময়ী সিংহ রায় সদর, নিরব পাল শাজাহানপুর, জবা মহন্ত শাজাহানপুর, অন্বেষা সরকার ধুনট,অরন্য সরকার ধুনট,দীপ্ত চন্দ্র রায় নন্দীগ্রাম, প্রিজন সাহা সারিয়াকান্দি, বর্ণ দেবনাথ আদমদিঘী, কথা রানি কাহালু ৷অনুষ্ঠানটি জেলা মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৷ জেলা সহকারী প্রকল্প পরিচালক সত্যজিৎ প্রামানিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ ৷ 

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক ৷এ ছাড়াও ছিলেন,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন,জেলা উপ পরিচালক সমাজসেবার আবু সাঈদ মোঃ কাওসার রহমান,জেলা পুজা পরিষদের সভাপতি দিলিপ দে,মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার পরেশ সিংহ,মোঃ ওয়াদুদ শেখ,সিওসি নাফিয়া শিরিন আক্তার প্রমুখ ৷





Post a Comment

0 Comments