আনোয়ারা কালিগঞ্জ পানি বন্দী মহা শ্মশান দেহ সৎকারে দুর্ভোগ ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী (ভিডিও-সহ)


 আনোয়ারা ৯নং কালিগঞ্জ ১ নং ওয়ার্ডে পানি বন্দী মহা শ্মশান দেহ সৎকারে দুর্ভোগ ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী 

আনোয়ারা থানার অন্তর্গত ৯ নং পরৈকোড়া ইউনিয়ন কালিগঞ্জ ১ নাম্বার ওয়ার্ডে পানি বন্দী মহা শ্মশান টি জোয়ারের পানিতে ভরপুর মহা শ্মশান টি দেহ সৎকার নিয়ে দুর্ভোগে এলাকা বাসী আনোয়ারা গনমানুষের নেতা মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী, 

 

স্থানীয়রা বলছে এই গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস তাদের একটাই মাত্র মহাশ্মশান প্রতিদিন জোয়ার আসতেই পানিতে ডুবে থাকে মহাশ্মশান টি এলাকায় যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে কখন ভাটা পড়বে জোয়ারের পানি নেমে যাবে সেই অপেক্ষায় বসে থাকতে হয় কারন জোয়ারের পানিতে ডুবে থাকাতে দেহ সৎকার কাজ আরম্ভ করতে পারেনা, জোয়ার আসতেই পানি ওঠে যাই মহা শ্মশানে পানি জমে থাকতে থাকতে এমন অবস্থায় পরিনিত হয়েছে সেইখানে এখন ফেনার জঙ্গলে পরিণত হয়েছে এলাকাবাসী বিভিন্ন জায়গায় এই সংকট নিরসনে এগিয়ে আসার আহ্বান জানালে কেউ এগিয়ে আসেনি বলে জানান ভূক্তভোগীরা,

 ওদের প্রানের দাবি খালের পাসে পাথরের বল্ক দিয়ে এই মহা শ্মশান টি যেন রক্ষা করেন , কালিগঞ্জ জলদাস পাড়ার সর্বস্তরের মানুষ মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন,

Post a Comment

0 Comments