শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন (বিজেপি)র প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী


 
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)র প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী

জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ডা.কথক দাশ বলেন’ এই জন্মাষ্টমী সারাদেশে সম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এদেশে প্রতিটি ধর্মীয় উৎসব সার্বজনীনভাবে উদযাপন করা হয়। আবহমান কাল থেকে বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন।

সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন ‘মানব কল্যাণ ও মানবতার সেবাই ধর্মের মূল লক্ষ্য ও আদর্শ। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

Post a Comment

0 Comments