আসামে দূর্গা পূর্জা হচ্ছেই সিলমোহর মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার



আসাম( ভারত ) প্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ আসাম রাজ‍্যে আরম্ভ হয়েছে দূর্গা পূর্জার কাউন্ট ডাউন, রাজ‍্যে কোভিড ১৯ সংক্রমণ অব‍্যাহত থাকায় দূর্গাপূর্জা নিয়ে দোটানায় ছিল রাজ‍্যবাসী। উৎকন্ঠা ছিল। অবশেষে মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষনায় উৎকন্ঠার অবসান হল। মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্ব জানান, দূর্গা পূর্জা হবে। তবে কোভিড নিয়ম মেনে অনুষ্ঠিত করতে হবে দূর্গা পূর্জা। কী ধরণের নীতি নিয়ম মেনে পূর্জা অনুষ্ঠিত করা হবে সেই বিষয়ে এসওপি প্রকাশ করবে স্বাস্থ‍্য বিভাগ। তবে এবছর দূর্গাপূর্জা অনুষ্ঠিত করার ক্ষেত্রে বেশি বিধিনিষেধ আরোপ করতে চাইছেন না মুখ‍্যমন্ত্রী।তাঁর কথা বার্তায় এধরণের ইঙ্গিত পাওয়া গেছে। মুখ‍্যমন্ত্রী বলেন, পূর্জার পূর্বে প্রত‍্যেকে ভ‍্যাকসিন নিলে পূর্জার ওপর বাধা নিষেধ আরোপ করার প্রয়োজন হতো না। দূর্গা পূর্জার পূর্বে যতবেশি সম্ভব লোকদেরকে ভ‍্যাকসিন দেওয়া হবে। ভ‍্যাকসিন নেওয়ার থেকে কিছু লোক অনীহা প্রকাশ করায় তিনি আশ্চর্য প্রকাশ করেন।

Post a Comment

0 Comments