মানবিক সংগঠন নিঃস্বার্থ নবজীবন সংগঠন এর নব-নির্বাচিত কক্সবাজার জেলা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয়।
মঙ্গলদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন, অনুষ্ঠানের উদ্বোধক সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জ্যোতিষ ভাস্কর এস. কে. আচার্য্য। কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য'র সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা বাবুল শর্মা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রসাশক কার্যালয়ের নাজির, কক্সবাজার জেলা কমিটির উপদেষ্টা স্বপন পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিটির উপদেষ্টা বিপুল সেন, ডা. চন্দন কান্তি দাশ, সনজীব চক্রবর্তী, তপন কুমার দত্ত, সাংবাদিক বলরাম দাশ অনুপম, জনি ধর প্রমুখ। কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি ত্রিশাল আচার্য্য ও সহ-সাধারণ সম্পাদিকা শ্রীমতি পল্লবী দে'র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র গীতা থেকে পাঠ করেন, কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কান্তু শর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অন্তর আচার্য্য, কার্যকরী পরিষদের সভাপতি ডা.পিয়াল কুমার আচার্য্য, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিশাল আচার্য্য, নবগঠিত কমিটির সভাপতি টার্জেন আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে ১৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে একজন গুরুতর আহত রোগীকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পীবৃন্দ।
0 Comments