সুজন চক্রবর্তীঃ নিজস্বপ্রতিনিধিঃ আসামঃ বাঙালি জাতি বিদ্বেষী মন্তব্য করার জন্য লাচিত সেনার শৃঙ্খল চলিহাকে গ্রেফতারের দাবি জানালো বাঙালি হিন্দু যুব শক্তি। বুধবার শিলচর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা জানান,যেভাবে বাঙালির বিরুদ্ধে বক্তব্য রাখা হচ্ছে সেটার তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ভারতের প্রতিটি জাতি জনগোষ্ঠীর মানুষেরা যেকোন রাজ্যে গিয়ে বসবাস করার অধিকার রয়েছে। আসাম রাজ্যের বহু জাতিক চরিত্রকে তারা উপেক্ষা করছে লাচিত সেনা। যেভাবে প্রকাশ্যে বাঙালি বিরোধী বক্তব্য রাখা হয়েছে এতে সারা রাজ্যে শান্তির বাতাবরন নষ্ট হতে পারে বলে আশংকা প্রকাশ করেন হিন্দু যুব শক্তির নেতৃবৃন্দ। সরকারের সমালোচনা করে সংগঠনটি বলেছে এভাবে জাতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে সারা রাজ্য জুড়ে। অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাঙালিকে রাস্তায় দাঁড় করিয়ে হত্যা করে লাইট পোস্টে ঝুলিয়ে রাখা হবে, এ ধরনের কথা বলেও এরা কিভাবে রেহাই পাচ্ছে এই প্রশ্ন তুলেন সংগঠনের কর্মকর্তা শুভাশীষ চৌধুরী। সাংবাদিক সম্মেলন শেষ করার পর হিন্দু যুব শক্তির সদস্যরা শিলচর সদর থানায় লাচিত সেনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
0 Comments