রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্রাহ্মন সংসদের মানববন্ধন




রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পালিত হলো মানববন্ধন।কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর রংপুর জেলাসহ সারাদেশের বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মাবলম্বীদের দোকান-পাট, বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, হিন্দু নারী ও শিশু ধর্ষণ এবং যান-মালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শুক্রবার বেলা ১১ টায় বালিয়াকান্দি সরকারি কলেজ চত্ত্বরে বাংলাদেশ ব্রাহ্মন সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে।
সাধারন সম্পাদক উত্তম কুমার গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ব্রাহ্মন সংসদের উপদেষ্টা সুবোধ কুমার মৈত্র (অবঃপুলিশ ইন্সপেক্টর) ও বাসন্তী স্যানাল, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি তাপস চক্রবর্তী সহ  নারায়ণ গোস্বামী, নিখিল চক্রবর্তী, প্রলয় ভট্টাচার্য্য, উত্তম ভৌমিক,সঞ্জীব গোস্বামী প্রমুখ।

এসময় বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার। আমরা তাঁর স্বপ্নের বাস্তবায়ন চাই। বিচারহীনতা আর বিচারের দীর্ঘসূত্রিতা ঘটনার পূণরাবৃত্তির মূল কারন।তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠ তদন্ত পূর্বক আসামীর সংখ্যা কমিয়ে এসকল হামলার বিচার দ্রুত বাস্তবায়ন সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। যাতে এধরনের ঘটনার পূণরাবৃত্তি না ঘটে।

Post a Comment

0 Comments