বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির হাটহাজারী উপজেলা সংসদ এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত।



বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির হাটহাজারী উপজেলা সংসদ এর অভিষেক অনুষ্ঠান বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। আজ ১২ নভেম্বর হাটহাজারী থানাধীন নন্দীরহাটস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ-র মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, সমবেত স্বরে শ্রীমদ্ভগবদগীতা পাঠ,শপথবাক্য পাঠ ও শুভ অভিষেক,ছায়া দেবী স্মরণে গীতা পাঠ প্রতিযোগীতা ও হরিপদ গোস্বামীস্মরণে চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ,"শ্রীশ্রীগীতার আদর্শ প্রচারে বাগীশিক এর ভূমিকা শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান, গীতিনাট্য  ও মহাপ্রসাদ বিতরণ ।


আয়োজিত অনুষ্ঠানে বাগীশিক-হাটহাজারী উপজেলা সংসদ'র সভাপতি শ্রীপাদ গঙ্গাপদ গোস্বামী'র সভাপতিত্বে বাগীশিক-হাটহাজারী উপজেলা সংসদ'র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী খোকন মজুমদার'র সঞ্চালনায় আলোচনা সভায় আর্শীবাদক ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক ছিলেন 
 শ্রী কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী পুন্ডরীক ধাম, উদ্বোধক ছিলেন এ্যাডভোকেট শ্রী তপন কান্তি দাশ প্রধান উপদেষ্টা, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), কেন্দ্রীয় সংসদ। প্রধান অতিথি ছিলেন 
শ্রী উত্তম কুমার শর্ম্মা, ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মহান অতিথি ছিলেন শ্রী প্রণব সাহা বাবলু, সাবেক প্রধান উপদেষ্ঠা, বাগীশিক-হাটহাজারী উপজেলা সংসদ।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান শ্রী অমৃত লাল দে, সভাপতি, বাগীশিক চট্টগ্রাম উত্তরজেলা সংসদ। সংবের্ধয় অতিথ ছিলেন লায়ন শ্রী অশোক কুমার নাথ, প্রধান উপদেষ্ঠা, বাগীণিক হাটহাজারী উপজেলা সংসদ।শ্রী লিটন মহাজন, প্রধান পৃষ্ঠপোষক, বাণীশিক-হাটহাজারী উপজেলা সংসদ।
শ্রী পরিমল কান্তি নাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সত্ত্বাধিকারী, পি.কে. প্লাজা, হাটহাজারী বাজার আলোকিত অতিথ ছিলেন লায়ন শ্রী কৈলাশ বিহারী সেন, সমাজকল্যাণ সম্পাদক, বাগীশিক-কেন্দ্রীয় সংসদ।শ্রী মৃণাল কান্তি সূত্রধর ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডাড ব্যাংক, চৌধুরীহাট শাখা।
শ্রী সঞ্জয় ঘোষ, সভাপতি, ফতেয়াবাদ পূজা উদযাপন পরিষদ। শ্রী কৃষ্ণপদ চৌধুরী, এস. বি. এ.সি. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী, চট্টগ্রাম।বিশেষ অতিথি ছিলেন  শ্রী শুভাশীষ চৌধুরী, সহ-সভাপতি, বাগীশিক চট্টগ্রাম উত্তরজেলা সংসদ ও শ্রী সুমন দেবনাথ, সাধারণ সম্পাদক, বাগীশিক চট্টগ্রাম উত্তরজেলা সংসদ।

Post a Comment

0 Comments