তিন দফা দাবিতে ১৫ নভেম্বর হিন্দু মহাজোটের জেলা উপজেলায় সদরে মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশ দেব।

দুর্গাপূজা চলাকালে ২২টি জেলায় দুর্গাপূজা মণ্ডপে হামলা, ভাঙচুরসহ বিভিন্ন ঘটনা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ বিপু হল-এ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। সরকারকে দাবি মানার সুস্পষ্টভাবে ঘোষণা দিতে আগামী ১৫ নভেম্বর আল্টিমেটাম দিয়েছে হিন্দু মহাজোট।

সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, ক্ষতিগ্রস্ত সব মন্দির, বাড়িঘর পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণমন্ত্রী নিয়োগ করতে হবে। অন্যথায় ১৫ নভেম্বর হিন্দু সম্প্রদায় সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

Post a Comment

0 Comments