৩ তারিখের মধ্যে থেকে লাউডস্পিকার সরান, হুঁশিয়ারি রাজ ঠাকরের


৩ মে পর্যন্ত অপেক্ষা। হিন্দু ভাইরা তৈরি হন।' মসজিদে লাউডস্পিকার রাখা নিয়ে বাড়তে থাকা বিতর্কের মধ্যে, রবিবার এমনই বার্তা দিলেন রাজ ঠাকরে (Raj Thackeray)।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান বলেন, "৩ মে পর্যন্ত অপেক্ষা। দেশের সমস্ত হিন্দু ভাইদের বলব তৈরি হন। ৩ মে'র পর দেশের কোনও মসজিদে লাউডস্পিকার বাজলে, মসজিদের সামনেই আমরা হনুমান চালিশা (Hanuman Chalisa) পড়ব। প্রয়োজনে দিনে পাঁচবার লাউডস্পিকারে হনুমান চালিশা (Hanuman Chalisa) বাজাব।" মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই সুর চড়াচ্ছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। যা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।





রাজ ঠাকরে (Raj Thackeray) আরও জানান, তাঁরা কোনও ধর্মের প্রার্থনা করার বিপক্ষে নন। তবে মসজিদে জোরে লাউডস্পিকার বাজানোর বিরোধী তাঁরা। 



zeenews.india.com

Post a Comment

0 Comments