নড়াইলে শারদীয় দুর্গা পূজা পালিত হবে নিশ্চিদ্র নিরাপত্তায় গুজবে কান দিবেন না:জেলা পুলিশ


উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলে থেকে:

নড়াইলে নিশ্চিদ্র নিরাপত্তায় পালিত হবে আসন্ন শারদীয় দুর্গা পূজা, গুজবে কান দিবেন না।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলে থেকে জানান, সোমবার (২ আগস্ট) নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় নড়াইল জেলার কালিয়া থানা এলাকার ৮৯ টি পূজা মন্ডপের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার, অশোক কুমার ঘোষ, সভাপতি, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি এবং তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক, কালিয়া থানা পূজা উদযাপন কমিটি, নড়াইল।  সভাপতিত্ব করেন তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা, নড়াইল। 

পুলিশ পরিদর্শক(তদন্ত), কালিয়া থানা মো: রতনুজ্জামানের সঞ্চালনায় কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক  জনাব তাপস কুমার বিশ্বাস  বলেন, "আসন্ন শারদীয় দুর্গা পূজায় সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে পুজা উদযাপন করতে পারে সেজন্য কালিয়া থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।" কালিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি জনাব অশোক কুমার ঘোষ বলেন, "কালিয়া থানা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। আসন্ন শারদীয় দুর্গা পূজায় এ সম্প্রতির বন্ধন আরো অটুট হবে।" সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ ও দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, নড়াইল। প্রধান অতিথি তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল  বলেন," নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হবে পূজা উৎসব। আপনাদের পাশে আমরা আছি। কোন ধরনের গুজবে কান দিবেন না। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চায়। নড়াইল জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিষয়ে আপনারা সজাগ থাকবেন।"

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সকলকে আহবান জানান।

Post a Comment

0 Comments