নবারুণ সংঘের আয়োজিত দূর্গা পূজায় সংঙ্গীতানুষ্ঠান এবং 'মহাসপ্তমী' র পূজা সমাপ্ত

 

 

চন্দন দে, হাটহাজারী, চট্টগ্রাম। আজ ২২ শে অক্টোবর চট্টগ্রামের হাটবাজার উপজেলার দক্ষিণ বুড়িশ্চর এর নবারুণ সংঘের উদ্যোগে আয়োজিত দূর্গা পূজায় মহা সপ্তমী পূজা উপলক্ষে সংঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের মহা সপ্তমী পূজার শেষ হওয়ার পরেই গীতা পাঠের মধ্য দিয়ে সংঙ্গীতানুষ্ঠান শুরু হয়। 

এতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন সঙ্গীতশিল্পী এবং এলাকার অনেক উদীয়মান শিল্পীরা। তাদের গান, নাচের সম্মিলিত মনমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন দক্ষিণ বুড়িশ্চরের শত শত মানুষ। অনুষ্ঠানের শেষ পর্বে দক্ষিণ বুড়িশ্চর শ্রীশ্রী রক্ষা কালী বাড়ি প্রাঙ্গণে মহা প্রসাদের ব্যবস্থা ছিলো। যা আস্বাদন করেন সপ্তমী র পূজা দিতে আসা এবং সঙ্গীতানুষ্ঠান দেখতে আসা ভক্তরা। 

এইসময়ে নবারুণ সংঘের শ্রীশ্রী দূর্গা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা দেখতে আসা সকল দর্শনার্থী এবং ভক্তদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং মহা অষ্টমী পূজাতেও অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

Post a Comment

0 Comments