রাঙ্গামাটির রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে উত্তরায়ণ উপলক্ষে ৪৩ তম অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ শুরু

 


অজয় মিত্র- নিজস্ব প্রতিবেদক 

পৌষ সংক্রান্তি উপলক্ষে অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে রাঙ্গামাটির রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহা নামযজ্ঞ শুরু হয়েছে। 

 এ উপলক্ষে গতকাল (১৪ জানুয়ারি) মন্দিরে সন্ধ্যায় ধর্মসভার মধ্যে দিয়ে উৎসবের শুরু হয়। ধর্মসভায় প্রধান বক্তা ছিলেন বাঙালহালিয়া জ্যোতিশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ গিরি মহারাজ। মহানামযজ্ঞের পৌরোহিত্য করছেন বৈষ্ণবপ্রবর শ্রীমান নারায়ণ পদ গোস্বামী (শিক্ষক, চন্দ্রঘোনা)। 


পরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয় মহানামযজ্ঞের অনুষ্ঠান মালা। রাতে অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রী শ্রী গীতাশ্রম সম্প্রদায়। অধিবাস কীর্তনে রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ সনাতনীরা অংশ গ্রহণ করেন। আজ (১৫ জানুয়ারি) ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের শুভারম্ভ। এছাড়া শ্রী শ্রী পার্থ সারথির মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী পার্থ সারথির পূজা, মঙ্গলময় দধিদান, রাজভোগ নিবেদন, দুপুরে আগত পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ, শীতল ভোগ নিবেদন, সন্ধ্যারতি, লীলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মহোৎসবে হরিনাম সুধা পরিবেশন করছেন শ্রী শ্রী রাম সুন্দর সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী শ্রী পুষ্পমালা সম্প্রদায় (পিরোজপুর), শ্রী শ্রী গীতাশ্রম সম্প্রদায় (রাঙ্গামাটি), শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায় (রাঙ্গামাটি)। 


আগামীকাল (১৬ জানুয়ারি) ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, মঙ্গল দধি বিতরণ ও নগর কীর্তনের মধ্য দিয়ে মঙ্গলায়োজনের সমাপ্তি।

Post a Comment

0 Comments