নিঃস্বার্থ নবজীবন সংগঠন'র নবগঠিত কার্যকরী পরিষদ'২৪ এর শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্নন

তখনই মানবতার স্লোগান পূর্ণতা পায়, যখন মানুষ হয়ে উঠে মানুষের সহায়। মানবতার বাণীকে বুকে ধারণ করে দীর্ঘ ১১ বছর ধরে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের পথচলা। গতকাল চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে নিঃস্বার্থ নবজীবন সংগঠন'র কার্যকরী পরিষদ'২৪ এর শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌ. ক্লিনটন আচার্য্যের সভাপতিত্বে ও কার্যকরী পরিষদ'২৪ এর মহিলা বিষয়ক সম্পাদিকা অনামিকা আচার্য্যের সঞ্চালনায় পবিত্র গীতাপাঠ ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গীতা পাঠ করেন নবগঠিত কার্যকরী পরিষদ'২৪ এর অর্থ সম্পাদক বিজয় রুদ্র।


প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌ: ক্লিনটন আচার্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অরুপ রতন চক্রবর্তী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জ্যোতিষ এস কে আচার্য্য। আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ অধিদপ্তর এর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, সংগঠনের পৃষ্ঠপোষক শ্যামল বৈদ্য, সনাতনী সংগঠক জুয়েল আইচ।

 স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা: পিয়াল আচার্য্য, সহ সাংগঠনিক সম্পাদক সুবল আচার্য্য, অর্থ সম্পাদক জয়গোপাল দাশ , দপ্তর সম্পাদক হারাধন দে। শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট সমাজসেবক অরুপ রতন চক্রবর্তী। শপথ বাক্য পাঠ শেষে কার্যকরী পরিষদ'২৪ এর ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন নবগঠিত পরিষদ এর সভাপতি প্রকৌ.বিশাল আচার্য্য, সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, সহ সভাপতি রুবেল দেব, শ্যামল দাশ, সাংগঠনিক সম্পাদক শিলটন দত্ত, অর্থ সম্পাদক বিজয় রুদ্র, প্রচার সম্পাদক টনি পাল। 

কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব আচার্য্য'র মনোজ্ঞ সংগীতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে আনোয়ারাতে আগুনে দগ্ধ ৬ টি পরিবারের মধ্যে কম্বল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত শপথ ও অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবগঠিত কার্যকরী পরিষদ'২৪ এর সদস্য ও নিঃস্বার্থ নবজীবন সংগঠন এর সদস্য-সদস্যাবৃন্দ।

Post a Comment

0 Comments