বগুড়া ইসকন মন্দিরে মকর সংক্রান্তি উৎসব পালিত


সংগ্রাম দত্ত:

বগুড়া জেলা শহরের আনন্দ আশ্রম(ইসকন মন্দির) "মকর সংক্রান্তী"উৎসব ২০২৪-উদযাপিত হয়েছে।
      
সভাপতি দিলীপ কুমার দেব এর সভাপতিত্বে ও অধ্যক্ষ শ্রীপাদ খরাজিতা কৃষ্ণ দাস ব্রন্মচারীর সন্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম - অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ - (পদন্নোতি প্রাপ্ত)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ এন সি বাড়ই, বগুড়া জেলা নারী শিশু নির্যাতন দমন নির্যাতন ট্রাইবুনাল ১ স্পেশাল পিপি নরেশ চন্দ্র মুখার্জি, জাতীয় ক্রীড়াবিদ গোপাল তেওয়ারি। সকাল থেকেই  পদাবলী কৃর্তন, কৃষ্ণকথা শ্রবনে শত শত ভক্ত সমাবেশে মুখরিত ছিল মন্দির অঙ্গন।অনুষ্ঠান শেষে শত শত ভক্তবৃন্দ প্রসাদ (পিঠাসহ)
গ্রহণ করেন।

Post a Comment

0 Comments