ন্যাশনাল জিওগ্রাফিকার আদলে বাংলা জিওগ্রাফিকা তৈরি করে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের যুবক প্রকৌশলী জ্যোতির্ময় ধর। ভ্রমণ ও বিজ্ঞান বিষয়ক জার্নাল "জিওগ্রাফিকা" পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে । এর দ্বিতীয় সংখ্যার কাজ শুরু হয়েছে । জানা যায় দ্বিতীয় সংখ্যাটি হবে "ট্র্যাকিং " বিশেষ সংখ্যা । বাংলায় যারা ট্র্যাকিং করেন তাঁদের কাছ থেকে লেখা সংগ্রহ করে এই ট্র্যাকিং বা অভিযান সম্পর্কিত লেখাকে প্রাধান্য দেওয়া হবে এবং অন্যান্য বিভাগ গুলোও চালু থাকবে । তবে এক্ষেত্রে বাংলাদেশের নিম্ন লিখিত পাহাড় বা দুর্গম জায়গা গুলোর উপর গুরুত্বারোপ করছিঃ
১) সাকাহাফং ( বান্দরবান)
২) জো-ত্লং ( বান্দরবান)
৩) যোগীহাফং (বান্দরবান)
৪) আইয়াং ত্লং (বান্দরবান)
৫) দুমলং ( বিলাই ছড়ি)
6) কেওক্রাডং ( রুমা থেকে যারা ট্র্যাকিং করে যারা ঝিরি দিয়ে যারা গেছেন , শুধু উনারা )
৭) মাইথাই জামা হাফং ( বিলাই ছড়ি )
৮) থিংদৌল তে ত্লং ( রুমা , বান্দরবান)
৯) মুখ্রা থুথাই হাফং (বিলাই ছড়ি )
১০) কপিতাল পিক ( রুমা , বান্দরবান)
১১) ক্রেইকুং তং ( রুমা, বান্দরবান)
১২) নাসাই হুম ( বান্দরবান)
১৩) রেমাক্রি মুখ
১৪) হাজরা হাফং
প্রিয় অভিযাত্রী , আপনার অভিজ্ঞতার কথা লিখে পাঠান । G.P.S reading এবং quality ছবি (১০ mb থেকে ২০ mb) সহ লেখাকে প্রাধান্য দেওয়া হবে ।
লেখা পাঠানোর ঠিকানা [email protected]
শুভকামনা ও শ্রদ্ধা প্রিয় অভিযাত্রী । পাশে থাকবেন । ধন্যবাদ।
জিওগ্রাফিকা টিম 🙏
0 Comments